৫ এপ্রিল, ২০১৫, রবিবার

প্ল্যাটফর্ম

Platform Logo

প্ল্যাটফর্ম মেডিকেল ও ডেন্টাল নিউজ পোর্টাল ”প্ল্যাটফর্ম” সংগঠনের একটি শাখা। “প্ল্যাটফর্ম” একটি অরাজনৈতিক, অলাভজনক এমবিবিএস-বিডিএস শিক্ষার্থী ও প্রাকটিশনারদের সংগঠন যার মূল উদ্দেশ্য পেশাজীবিদের পেশাগত তথ্য-উপাত্ত সরবরাহ এবং জনহীতকর কাজ পরিচালন। ২৩ হাজার শিক্ষার্থী এবং পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ফেসবুক গ্রুপের মাধ্যমে মূলত সংগঠনের সদস্যবৃন্দ নিজেদের মধ্যে জিজ্ঞাসা এবং দিকনির্দেশনামূলক অ্যাকাডেমিক উপদেশ বন্টন করে থাকেন।

প্ল্যাটফর্ম প্রতি ৩ মাস অন্তর নিজস্ব পত্রিকা প্রকাশিত করে যাতে বাংলাদেশের সকল মেডিকেল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা লেখা নিজস্ব প্রবন্ধ বা ক্যারিয়ার গঠনের উপদেশ শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন। প্ল্যাটফর্ম মূলত অ্যাকাডেমিক কার্যক্রমে সহায়তার জন্য মেডিকেল ছাত্র-ছাত্রীদের নিজেদের দ্বারা সংগঠিত বাংলাদেশের বৃহত্তম গ্রুপ। প্ল্যাটফর্মের রয়েছে অনলাইন CME (Continuing Medical Education) শাখা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে মূল পাঠ্যক্রমের বাইরেও প্রাসঙ্গিক চিকিৎসা বিষয়ে অধিকতর শিক্ষা অর্জনের সুযোগ পায়। প্ল্যাটফর্মের রিসার্চ উইং, গবেষণা কার্যক্রম পরিচালনা করে এবং শিক্ষার্থীদের রিসার্চ নির্ভর কাজে সহায়তা প্রদান করে থাকে।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প পরিচালিত হয় দেশের গরীব এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের জন্য। প্ল্যাটফর্ম একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। এটি কোন ব্যাবসায়ীক বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেনা। সংগঠনের সদস্যদের মাসিক চাদা এবং নানা মেডিকেল সংশ্লীষ্ট প্রতিষ্ঠানের ডোনেশন/স্পন্সশীপ এর মাধ্যমে এর অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়।